সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সেতুবন্ধন নিশ্চিত করেই ডিজিটাল বাংলাদেশ বাস্তাবয়ন করা হবে। আর বেসরকারি খাতকে সক্ষম করে গড়ে তুলতে এবার ‘মেড ইন বাংলাদেশ নীতিমালা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় ‘লিভারেজিং আইসিটি’ প্রকল্পের উদ্যোগে গত ২৬ নভেম্বর এ বিষয়ে একটি বৈঠক হয়েছে।
বৈঠকে পুরো বিশ্বকে বাংলাদেশে তৈরি আইসিটি হার্ডওয়্যার, বাংলাদেশে নকশা করা পণ্য, দেশে উন্নয়নকৃত সফটওয়্যার, বাংলাদেশ থেকে দেয়া সেবা দেয়ার জন্য একটি নীতিমালা তৈরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়। সবগুলো মন্ত্রণালয় ও সংগঠনের মতামতের ভিত্তিতেই এই নীতিমালাটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানিয়েছেন, নীতিমালাটি এখন খসড়া পর্যায়ে রয়েছে। খুব শিগগিরি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। পিপিআর-এ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংশোধনী যোগ করেই এই নীতিমালা তৈরি করা হবে।
এলআইসিটি সূত্রে জানাগেছে, নীতিমালার খসড়াটির অর্ধেকের বেশি কাজ হয়েছে।