চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ প্রতিদিন গড়ে ৩০ কোটি সাইবার আক্রমনের চেষ্টা প্রতিরোধ করে। কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সাবেক নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা এই তথ্য জানিয়েছেন। খবর সিএনবিসি।
মঙ্গলবার সিঙ্গাপুরে ফোর্বস গ্লোবাল সিইও সম্মেলনে জ্যাক মা গর্বের সাথে জানান যে কোম্পানির পেমেন্ট সেবা আলিপে’র প্রায় ১০০ কোটি ব্যবহারকারী প্রতিদিন ৫ হাজার কোটি ডলার লেনদেন করে। এখন পর্যন্ত এই লেনদেনের ‘এক সেন্ট’ও হ্যাকাররা হাতিয়ে নিতে পারেনি।
তিনি বলেন, আলিবাবা গ্রুপে প্রতিদিন ৩০ কোটি হ্যাকিং চেষ্টা হয়। আমরা প্রতিটি বিষয়কে আমলে নিই। এখন পর্যন্ত আমাদের একটাও সমস্যা ঘটেনি।
চীনের আরেকটি প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে প্রতিদিন ১০ লাখ সাইবার আক্রমণকে প্রতিরোধ করে, জানান কোম্পানির নিরাপত্তা প্রধান। অন্যান্য প্রযুক্তি কোম্পানি অবশ্য এর থেকে কম আক্রমণের মুখোমুখি হয় বলে জানানো হয়।
এতো কোটি কোটি হ্যাকিং চেষ্টা কীভাবে প্রতিরোধ হয় সে সম্পর্কে জ্যাক মা বলেন, আমরা এআই টেকনোলজি ব্যবহার করি। মানুষ কীভাবে প্রতারণা করতে পারে তা আমরা আমাদের মেশিনকে শিখিয়ে দিয়েছি। মেশিনটি লাখ লাখ প্রতারণার ধরণকে ধরতে পারে। ফলে কে প্রতারণা তথা হ্যাকিংয়ের চেষ্টা করছে সেটি তখনই ধরতে পারে।
ডিবিটেক/বিএমটি