খনিজের পাশাপাশি প্রতিটি খাতের তথ্য-উপাত্ত এখন ব্যবহৃত হয় কাঁচামাল হিসেবে। ডেটার সঠিক প্রক্রিয়াকরণ ছাড়া টেকসই উন্নয়ন তাই সুদূর পরাহত। এমন পরিস্থিতিতে এসডিজি মেটাডাটা সম্পর্কে ধারণা অর্জন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সংস্কৃতির প্রসারের লক্ষ্যে গেলো ২৭ মার্চ হয়ে গেলো এসডিজি ট্র্যাকার ও মেটাডাটা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা।
রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নিয়েছে বিভিন্ন খাতের শতাধিক সরকারি দপ্তরের এসডিজি ফোকাল কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মশালয় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং সম্মানিত অতিথি ছিলেন এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালায় এসডিজি অর্জন, হালনাগাদকৃত তথ্য-উপাত্ত নিশ্চিতকরণ এবং এসডিজি ট্র্যাকারের সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়।