চাকরি মানেই ইন্টারভিউ কিংবা চাকরি মেলা। প্রচলিত এই দুই পদ্ধতির বাইরে গিয়ে প্রথমবারের মতো প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে কর্মী নিয়োগের পথ বেছে নিয়েছে সফটওয়্যার নির্মাতা ৯টি প্রতিষ্ঠানের সংগঠন ‘গিকী সলিউশন’। ‘গিকী সলিউশন লার্নাথন’ এর মাধ্যমে এরই মধ্যে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চ্যাম্পিয়ন ও প্রথম রানার্স আপ দলের সদস্যদের।
চ্যাম্পিয়ন দলের মাসুম বিল্লাহ, সৈয়দ শিবলি মাহমুদ এবং রানার্সআপ দলের আসিফ আব্দুল্লাহ ও রায়হান নিশাতের হাতে তুলে দেয়া হয়েছে দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরবিট্যাক্স বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে। বিজয়ী এবং অংশগ্রহণকারী প্রযুক্তিবিদরা বলছেন, এই প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ তরুণ প্রযুক্তিবিদদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।