গত বছরের মার্চের চেয়ে পাঁচ শতাংশ বেশি হারে বেড়েছে মেটার মালিকানাধীন অ্যাপের ব্যবহার। প্রতিদিন অন্তত একটি অ্যাপ ব্যবহার করছেন বিশ্বের ৩০ কোটির বেশি মানুষ। এর মধ্যে দৈনিক সক্রিয় ফেসবুক ব্যহারকারির সংখ্যা অতিক্রম করেছে ২০ কোটির মাইলফলক।
সব মিলিয়ে চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় বেড়েছে তিন শতাংশ। কোম্পানির শেয়ার বেড়েছে ১০ শতাংশের বেশি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছেন মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রান্তিক আর্থিক বিবরণীর নানা তথ্য প্রকাশ করে তিনি জানিয়েছেন, মার্চে শেষ হওয়া প্রান্তিকে তাদের আয় হয়েছে ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। একই সময়ে লাভ হয়েছে ৫ দশমিক সাত বিলিয়ন ডলার।
একইসময়ে দেশে সেবা দেওয়া স্থগিত করেছে ফেইসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল। ডলার স্বল্পতা ও দেশ থেকে “বিদেশে অর্থ পাঠানোয় ঝামেলা”র কথা উল্লেখ করে গ্রাহকদের এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে মঙ্গলবার। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বৃহস্পতিবার পর্যন্ত।
২০২০ সালের মে মাসে বাংলাদেশে কার্যক্রম শুরু করা এইচটিটিপুল ওই বছরেরই অগাস্ট মাসে রাজস্ব ফাঁকির মামলায় পড়েছিল।
সূত্র বলছে, দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসিসের সদস্যদের জন্য কো-ব্র্যান্ডের ক্রেডিট কার্ড রয়েছে। সেই কার্ডের মাধ্যমে সাধারণত হোস্টিং, সফটওয়্যার লাইসেন্সের বিল পরিশোধ করা যায়। তবে কোথাও বলা নেই এই কার্ডের মাধ্যমে ফেসবুক বা অন্যান্য মাধ্যমের বিল পরিশোধ করা যাবে না। বেসিস সদস্যরা সেই কার্ড ব্যবহার করেও এই সময়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) -এর সদস্যদের জন্য রয়েছে ইসলামী ব্যাংকের কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড। এই কার্ড ব্যবহার করে ই-ক্যাব সদস্যরা ফেসবুকে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের কোনও সমস্যা হবে না বলে দাবি করেছেন এই খাতের নেতারা। তবে এই সিদ্ধান্তের কারণে ফ্রিল্যান্সারদের মাধ্যমে বিভিন্ন উপায়ে ফেসবুক বা অন্যান্য মাধ্যমের বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করার প্রবণতা বাড়বে।
এমন পরিস্থিতির আগেই পুরানো ইআরপি সিস্টেমের বদলে মেটা-ইআরপি সিস্টেম ব্যবহার করার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে । ২০ এপ্রিল চীনের ডংগুয়ানে অবস্থিত প্রতিষ্ঠানটির শি লিউ বেই পো ভিলেজ ক্যাম্পাসে ‘হিরোজ ফাইটিং টু ক্রস দ্য ডাডু রিভার’ অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। সেখানে প্রতিষ্ঠানটির রোটেটিং চেয়ারওমেন ও সিএফও সাবরিনা মেং জানান, হুয়াওয়ের বিজনেস সিনারিওর শতভাগ ও বিজনেস ভলিউমের ৮০ ভাগ পরিচালনা করা হচ্ছে মেটা-ইআরপি’র মাধ্যমে। এই সিস্টেম মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক সেটেলমেন্ট টেস্টেও একদম যথাসময়ে নির্ভুল ও কোনোরকম অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট করা ছাড়াই পুরোপুরি উতরে গেছে।