২০১৭ সাল থেকে প্রায় প্রতি বছর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ। এ বছর অ্যাম্বাসেডর চ্যালেঞ্জের অধীনে ছয়টি নির্বাচিত প্রকল্পে অর্থায়ন করছে প্রতিষ্ঠানটি। সেই উদ্যোগগুলো বাছাই করা হলো সোমবার। গুলশান অফিসে ঘোষণা করা হলো এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩ এর বিজয়ীদের নাম ও অর্থায়নের অংক।
এর মধ্যে মো. ইমাম হোসাইনের দুটি প্রকল্প— কিশোরগঞ্জে ‘প্রোজেক্ট লাইফ’ এবং কুষ্টিয়ায় ‘প্রোজেক্ট কিশোরী’ বাস্তবায়নের জন্য দেয়া হলো ৪ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার ডামি চেক।
তবে ‘চাইল্ড এডুকেশন ম্যাটেরিয়াল’ প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ৭ লাখ টাকা পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আসাদুজ্জামান ভূঁইয়া।
এছাড়াও জীবনযাত্রার মান উন্নয়নে ‘পানির পাম্প’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের মোহাম্মাদ জাহিদুল ইসলামকে ৪ লাখ ৫২ হাজার ৮৫০ টাকা; প্রকল্প ‘চিয়ার আপ সোল’ বাস্তবায়নের জন্য গোপালগঞ্জের রিজুয়ানা নূরকে ৬ লাখ ২২ হাজার ৪৪৬ টাকা এবং পঞ্চগড়ের আবদুল্লাহ রনিকে ‘প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ’ প্রকল্প বাস্তবায়নে জন্য ৫ লাখ ১০ হাজার টাকা অর্থায়ন করা হয়।
অনুষ্ঠানে এলজি বাংলাদেশের ব্যবস্থাপনার পরিচালক পিটার কো, হেড অব করপোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.