বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে আগামী ২৯ জুন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন সামিট-২০১৯। চট্টগ্রামের বঙ্গবন্ধু হলে (প্রেসক্লাব) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই সম্মেলন।
এবারের সম্মেলনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকছে বিজনেস সামিট এবং বেলা ৩টা থেকে ৭টা পর্যন্ত থাকছে আইটি প্রফেশনালস মিট-আপ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহবুবুল আলম, (প্রেসিডেন্ট, চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স) ও মুল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ নুরুল ইসলাম, (প্রধান নির্বাহী, ওয়েল গ্রুপ ও পরিচালক এফবিসিসিআই।)
বিজনেস সামিটে বক্তা হিসেবে থাকবেন বিডিজবসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, গ্রামীণফোনের হেড অব স্টার্টআপ ইকোসিস্টেম মিনহাজ আনোয়ার, বেসিসের পরিচালক দিদারুল আলম সানি প্রমুখ।
আইটি প্রফেশনালস মিটআপে বক্তা হিসেবে থাকবেন থিম বাকেটের কো ফাউন্ডার এবং লিড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হাসিন হায়দার, এক্সপো নেট ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেডের সিইও আবুল কাশেম, রাইজআপ ল্যাবসের সিইও এরশাদুল হক প্রমুখ।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান জানান , এবার একটু ভিন্ন আঙ্গিকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
I havve read sso many content regaarding thee bloggerr lovers howeever this
paragrah iis actualy a pleasxant piece of writing,
kkeep it up.
Cann yyou tell uus morfe aboout this? I’d cre to fjnd outt some additional information.