জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম এবং ফায়ারফক্সের ৮টি অ্যাডঅন বা এক্সটেনশন ৪০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করেছে। সাইবার নিরাপত্তা গবেষক সাম জিলাদির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ফসবাইটস ডটকম।
তথ্য চুরি হওয়া শিকারের তালিকায় ৪৫টি উল্লেখযোগ্য কোম্পানিও রয়েছে। জিলাদি এবং তার টিম এই তথ্য চুরির ঘটনাকে ‘ডাটাস্পাই’ নাম দিয়েছেন।
এই অ্যাডঅনগুলো অ্যাপল, ওয়ালমার্ট, অ্যামাজন, ২৩অ্যান্ডমি, স্পেসএক্স, স্কাইপ ইত্যাদির গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। মূলত ব্রাউজিং ডাটার মাধ্যমেই এই তথ্যগুলো হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
চুরি হওয়া তথ্যের মধ্যে ক্রেডিট কার্ড, মেডিকেল রেকর্ড, ট্যাক্স রিটার্ন, জিপিএস লোকেশন, ফাইল অ্যাটাচমেন্ট, জেনেটিক প্রোফাইল, অনলাইন শপিং হিস্টোরি, ক্লাউড সার্ভিস ও ডাটা ইত্যাদি তথ্য রয়েছে।
গ্রাহকদের তথ্য চুরি করা ব্রাউজার এক্সটেনশনগুলো হলো – ব্র্যান্ডেড সার্ভে (ক্রোম), ফেয়ারশেয়ার আনলক (ক্রোম ও ফায়ারফক্স), হোভারজুম (ক্রোম), প্যানেল কমিউনিটি সার্ভেস (ক্রোম), প্যানেল মেজারমেন্ট (ক্রোম), সেভ ফ্রম ডটনেট হেল্পার (ফায়ারফক্স), স্পিকইট (ক্রোম) এবং সুপারজুম (ক্রোম ও ফায়ারফক্স)।
গবেষকরা দ্রুত এসব অ্যাডঅন বা এক্সটেনশন আনইনস্টল করা এবং গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো পরিবর্তনের কথা জানিয়েছেন।
ডিবিটেক/বিএমটি