মাইক্রোসফটের ডিজিটাল সহকারি কর্টানাতে বড় ধরণের পরিবর্তন আসছে। শিগগিরই কর্টানাকে নিয়ে প্রোডাক্টিভিটির দিকে নজর দিতে চায় সফটওয়্যার জায়ান্টটি। এরই অংশ হিসেবে, কর্টানার বেশ কিছু ফিচার বাদ দেয়া হচ্ছে। খবর এনগ্যাজেট।
কনজ্যুমার ভিত্তিক ফিচার যেমন মিউজিক শোনা এবং স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণের মতো ফিচারগুলো বাদ দেয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো- অ্যান্ড্রয়েডের লঞ্চার অ্যাপ থেকে কর্টানাকে সরিয়ে ফেলবে মাইক্রোসফট। এপ্রিলের শেষ নাগাদ এটি করা হবে।
লঞ্চার থেকে কর্টানাকে বাদ দেয়া হলেও এটি ততোটা অবাক বিষয় নয়। কারণ প্রচুর মানুষ লঞ্চার পছন্দ করলেও সেটি কর্টানার জন্য ছিলো না।
ডিবিটেক/বিএমটি