পরবর্তী প্রজন্মের ক্রোমিয়াম এজ ব্রাউজার বিগত কয়েক মাস পরীক্ষার পর মাইক্রোসফট ঘোষণা দিয়েছে এটি বেটা সংস্করণ উন্মোচনের জন্য প্রস্তুত। উইন্ডোজ ১০ এবং ম্যাকওএস ব্যবহারকারীরা ব্রাউজারটির এই বেটা সংস্করণ পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন। খবর এনগ্যাজেট।
বেটা সংস্করণটি প্রতি সপ্তাহে আপডেট করা হবে বলে জানানো হয়েছে। ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীদের প্রত্যাশিত প্রায় সকল ফিচারই থাকবে এই ব্রাউজারে। এর মধ্যে রয়েছে ডার্ক মোড, অনলাইন ট্র্যাকিং প্রতিরোধ এবং অধিক গতির পারফরমেন্স।
মাইক্রোসফট জানিয়েছে অফিশিয়াল উন্মোচনের আগে এটিই হবে ব্রাউজারটির সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণ। যদিও কবে নাগাদ সেটি করা হবে তা জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি