আগামী ১১ জুলাই হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সামিট। যেখানে সকল ডিজিটাল লিডারদের একত্রে এনে বর্তমান অনলাইন পরিবেশের সম্ভাবনা ও প্রতিবন্ধকতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তবে সেখানে দাওয়াত পায়নি শীর্ষ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক।
সোমবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, সোশ্যাল মিডিয়া সামিটে অংশগ্রহণের জন্য তাদের দাওয়াত দেয়া হয়নি। অপরদিকে অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করছে সে বিষয়েও মুখ খোলেনি হোয়াইট হাউজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।
অন্যদিকে টুইটার এবং গুগলকে দাওয়াত দেয়া হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে উভয় কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ডিবিটেক/বিএমটি