দায়িত্ব ছেড়ে দিয়েছেন মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড এর যোগাযোগ বিভাগের প্রধান জন পিনেট।
মেটার একজন মুখপাত্র রয়টার্সকে ইমেইলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জনসংযোগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস নর্টন অন্তর্বর্তীকালীন ভিত্তিতে পিনেটের কাজগুলো সামলাবেন।
মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকার জন্য পিনেটের প্রতি কোম্পানির কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার পরবর্তী জীবনের শুভকামনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে জন পিনেট আসলে কী কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মেটা মুখপাত্র।
ফেসবুকের তথ্যানুসারে, ২০১৯ সালে পিনেটকে আন্তর্জাতিক জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। এখানে যোগদানের আগে পিনেট পাঁচ বছর ধরে বিল গেটসের প্রাইভেট অফিস এবং ইএবং উদ্ভাবন ল্যাব ‘গেটস ভেঞ্চার্সে’ জনসংযোগ প্রধান ছিলেন।