হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে অ্যাকাউন্ট হাইজ্যাক করে চলেছে স্ক্যামাররা। বন্ধু হিসাবে এসএমএস আকারে পাওয়া সিকিউরিটি কোড হাতিয়ে নেয়ার এই চালাকি চলছে বছরের পর বছর ধরেই চলছে। তবে সাম্প্রতিক সময়ে বেড়েছে এই হ্যাইজ্যাকের ঘটনা।
আক্রান্ত হয়ে বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ভুক্তভোগীরা। সেখানে নিজেদের বোকামির কথাও স্বীকার করছেন তারা।
কেননা, হোয়াটস অ্যাপ বরাবরই বলছে, ব্যবহারকারীদের কখনই তাদের নিরাপত্তা কোড কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়, এমনকি যদি তারা বন্ধুও হয়।
সাধরাণত স্ক্যামারদের লক্ষ্য সফল হলেই বিপদের কথা বলে বন্ধুদের কাছ থেকে চেয়ে থাকেন এই ছিনতাইকারীরা। পরিচিতিদের ফোন নম্বরও তারা পেতে পারে এবং সে নাম্বার নিয়ে নতুন ভুক্তভোগীদের কাছ থেকেও একই ভাবে তাদের অ্যাকাউন্টও ছিনতাই করতে পারে।
তাই যদি কেউ ছয় সংখ্যার হোয়াটসঅ্যাপ কোড সহ একটি এসএমএস বার্তা পান যেটি আসলে তার কাছে আসার কথা নয়, তবে তিনি স্ক্যামারদের টার্গেটে পড়েছেন বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।