মেসেঞ্জারে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে ফেসবুক। লোগো পরিবর্তনসহ যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার। নতুন লোগোটিতে আগের মতো কেবল নীল রঙের নয়, তাতে রয়েছে গোলাপি রংয়ের ছাপ।
মেসেঞ্জার আর ইনস্টাগ্রামে চ্যাট এক সঙ্গে জুড়ে দেয়ার জন্য মেসেঞ্জারের নতুন লোগো বলে জানিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি।
শুধু নতুন লোগো নয়, যুক্ত হচ্ছে নতুন থিম এবং ফিচারও।
ইতোমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে। লাভ অ্যান্ড টাই–ডাই নামে বিশেষ এক ভালোবাসার থিমও যুক্ত হবে। সঙ্গে থাকছে সেলফি স্টিকার!
যুক্ত করা হচ্ছে ভ্যানিশ মোডও। এর মাধ্যমে স্ন্যাপচ্যাটে আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি দেখতে দেখতে তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে মুছে যাবে ওই ছবিটি।