বৈশ্বিক মহামারীর এই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) অনুদান বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।
বুধবার জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ধরনের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে হু করোনা মোকাবিলায় কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
এ নিয়ে একটি টুইটও পোস্ট করেছেন টেড্রোস।
একিদে ‘হু’কে অনুদান বন্ধের নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। একইসঙ্গে এই অবস্থানকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। যদিও, ‘অর্থবহ সংস্কারের’ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মার্কি যুক্তরাষ্ট্র সম্পর্ক রাখবে বলে জানিয়েছেন ট্রাম্প।