করোনা ভাইরাস মোকাবেলায় জনপ্রিয় মীনা চরিত্র বেছে নিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।
১৬ মিনিট ১০ সেকেন্ডের এই কার্টুন ভিডিওতে ভাইরাস কিভাবে ছড়ায় এবং তা থেকে বাঁচার উপায় দেখানো হয়েছে।
ভিডিওটি ইউনিসেফ বাংলাদেশের ভেরিফায়েড পেজ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।
ভিডিও পোস্টে লেখা হয়েছে “দুষ্টু ভাইরাস রাজার বিরুদ্ধে যুদ্ধে নামলো মীনা! কে জিতবে সেই লড়াইয়ে?”
তবে ভিডিওর শেষ পর্যায়ে দেখা যায়, সাবান দিয়ে হাত ধুয়ে, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে এবং অসুস্থদের বাসায় সেবা দিয়ে এই লড়াইয়ে জয় লাভ করে মীনা।
ভিডিও লিংক https://www.facebook.com/unicef.bd/videos/3853038684737297/