কেবল সেলিব্রেটিই নয় এখন করোনার মতো মহামারীও বাদ যাচ্ছে না সমালোচনা কিংবা ব্যঙ্গ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ট্রল ফ্যাশনে যুক্ত হয়েছে খড়ের মাস্ক। দেখা যাচ্ছে বিমানে মাস্ক জুড়ে দিয়ে ট্রলের দৃশ্য।
গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকেই বিভিন্ন জিনিস দিয়ে মাস্ক তৈরি করে নানান ভঙ্গিতে ছবি তুলে কিংবা ছবি এডিট করে ফেসবুকে আপলোড করছেন। আবার সেগুলো শেয়ারও হচ্ছে দেদার।
এমন হাস্যরসে সচেতনতামূলক পোস্টগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। অবশ্য যারা এগুলো শেয়ার করছেন তাদের অভিমত মাস্কের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং সহজে না পাওয়ায় এটিও এক ধরনের প্রতিবাদ।
তবে এ ধরনের ট্রল-কে ‘সামাজিক ব্যাধি’ হিসেবে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।