স্থানীয় আইন ও নীতিমালা না মানায় গত ছয় মাসে বাংলাদেশ থেকে ১১টি পোস্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এরমধ্যে তিনটি পেজ ও গ্রুপ রয়েছে।
ফেসবুকের সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফেসবুকের কাছে ৯৫টি আবেদন করে ১২৩ অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলো বাংলাদেশ সরকার। এর মধ্যে জরুরী অনুরোধ ছিল ৮০টি। এসব অনুরোধে ৪৩ শতাংশ ক্ষেত্রে সাড়া দিয়ে ফেসবুক তথ্য সরবরাহ করে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছিল তার মধ্যে ১৫টি ছিল লিগ্যাল বা আইনি জটিলতা সংক্রান্ত অনুরোধ।
ফেসবুক এসব কনটেন্ট মুছে দেয়ার কারণ হিসেবে বলেছে, স্থানীয় ডিজিটাল সিকিউরিটি আইনের ২৫ ধারা লঙ্ঘন, পেনাল কোডের ৫০৫ এবং ৫০৫ এ ধারাও লঙ্ঘন করেছে। সে কারণে বাংলাদেশ সরকারের অনুরোধে দুটি পেজ এবং আটটি পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলা হয়। এই পেজ ও পোস্টগুলো স্থানীয় আইনের লঙ্ঘন করে এবং যৌনতা সম্পর্কিত।