বিভিন্ন সংবাদমাধ্যম থেকে শিরোনাম নেয়ার বিনিময়ে প্রকাশকদের টাকা দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। তবে তাদেরকে সরাসরি অর্থ দেওয়া হবে নাকি বিজ্ঞাপনের আয়ের লাভাংশ দেওয়া হবে তা স্পষ্ট করেননি ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
ভুয়া খবর বন্ধ করতে প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্রে ফেসবুক অ্যাপে ‘নিউজ ট্যাব’-এ প্রকাশিত খবরের বিনিময়ে এই সেবা চালু করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট। এজন্য তারা খবরের জন্য ‘নিউজ ট্যাব’-এ চুক্তিবদ্ধ মিডিয়া কোম্পানিগুলোর শিরোনাম দেখা যাবে। আর শিরোনামে ক্লিক করেই প্রকাশকদের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
এই সেবার জন্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াশিংটন পোস্ট, বাজফিড, বিজনেস ইনসাইডার, এনবিসি, ইউএসএ টুডে, লস অ্যাঞ্জেলস টাইমস সহ বেশকিছু সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তিও করেছে ফেসবুক।
প্রায় এক দশক ধরে ফেসবুকে প্রকাশিত সংবাদের জন্য আর্থিকভাবে কোনো সুবিধা না পাওয়ায় মিডিয়া কোম্পানিগুলো হতাশ ছিল। ইউরোপীয় ইউনিয়নের নতুন কপিরাইট আইন মেনে সংবাদমাধ্যমকে অর্থ পরিশোধে রাজি না হওয়ায় সম্প্রতিকে ইউরোপের ৮০০ সাংবাদিক ইউরোপীয় সরকারগুলোকে চিঠি দিয়েছেন।