গত বছর বড়পর্দায় মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রশংসা কুড়িয়ে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টি পুরস্কার জিতে নিয়ে বেশ সাড়া ফেলা ‘আদিম’ এবার আসছে ওটিটি প্লাটফর্মে।
স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম জানিয়েছেন, আগামি বৃহস্পতিবার (২ মে) ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘আদিম’ সিনেমাটি স্ট্রিমিং হবে। এরফলে যারা সিনেমাটি দেখতে বিভিন্ন সময় দেখতে চেয়ে নক দিতেন, এ বিষয়ে তাদের আর আশ্বাস দেয়ার প্রয়োজন পড়বে না। এখন থেকে দেশ বিদেশের যে কেউ চাইলেই ‘আদিম’ ওটিটি থেকে দেখে নিতে পারবেন।
তিনি বলেছেন,
তারকাহীন ‘আদিম’ প্রেক্ষাগৃহে চালানোর নাম নেয়াইতো দুঃসাহসী কাজ। কিন্তু এই কাজটি আমাকে সহজ করে দিয়েছিলো মস্কো চলচ্চিত্র উৎসব! পরে ওটিটি প্লাটফর্ম চরকিও ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছে। গেল বছরেই আমরা চরকির কাছে সিনেমাটির ওটিটি স্বত্ব বিক্রি করেছি।
টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম।
ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।