ডিরেক্ট মেসেজের (ডিএম) ক্ষেত্রে আপত্তিকর মন্তব্য ফিল্টারিং ব্যবস্থা চালু করলো টুইটার কর্তৃপক্ষ। এরফলে টুইটের নিজে কেউ আপত্তিকর কোনো মন্তব্য করলে তা নতুন এই ফিল্টারের মাধ্যমে গোপন করতে পারবেন।
কোনও আপত্তিকর মন্তব্য ব্যবহারকারীর ডিএম ইনবক্সে প্রবেশ করার আগেই সেটিকে ফিল্টার করা হবে। এ কারণে ব্যবহারকারীর কাছে এ ধরনের কোনও মন্তব্য পৌঁছতে পারবে না।
এ বিষয়ে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, মাইক্রোব্লগিং সাইট টুইটার এক মাস ধরে এই ফিচারের পরীক্ষা চালিয়েছে। এতে সফলতা পাওয়ায় এবার সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মোচন করা হলো।
এ সম্পর্কে টুইটার সাপোর্টে বলা হয়, আমরা পরীক্ষা চালিয়েছি। এই ফিচারের মাধ্যমে আপত্তিকর সবকিছু সরিয়ে ফেলতে পারবেন আপনারা নিজেই। এ কারণে আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েবের সব ব্যবহারকারীর জন্য এটি চালু করেছি আমরা।
এছাড়া আর কিছুদিনের মধ্যেই ‘কনভারসেশনে’ কোনও আক্রমণাত্মক, ঘৃণামূলক বা বর্ণবাদী রিপ্লাইও সরিয়ে ফেলতে পারবেন ব্যবহারকারীরা। এই ফিচারের মাধ্যমে কিছুই ডিলিট করা যাবে না। তবে গোপন করা যাবে।
বর্তমানে কানাডায় ‘হাইড রিপ্লাই’ নামের এই ফিচারের পরীক্ষা চলছে। এতে সফলতা পাওয়া গেলে বিশ্বের সব টুইটার ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু হবে।