নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার আপত্তিকর ডিপফেক ভিডিও। এরপর থেকেই প্রযুক্তির কারসাজিতে তৈরি ভিডিওটি নিয়ে চলছে আলোচনা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অমিতাভ বচ্চন। এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে টুইট করেছেন রাশমিকা। অভিনেত্রী লিখেছেন, ‘নেট দুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য না, বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লিখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছেও কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজজীবনে ঘটত, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সবার উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’
এদিকে দেরিতে হলেও ওই ডিপ ফেক ভিডিও নিয় প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। টুইট করে তিনি জানিয়েছেন- নরেন্দ্র মোদী সরকার ইন্টারনেট ব্যবহার করে এমন সমস্ত ডিজিনগরিকদের (ডিজিটাল নাগরিক) সুরক্ষা এবং বিশ্বাস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী আরও মন্তব্য করেছেন যে ২০২৩ সালের এপ্রিলে পাশ হওয়া আইটি আইনে অধীনে, সমস্ত প্ল্যাটফর্ম ভুল তথ্য প্রচার থেকে বিরত হওয়ার আইন মানতে বাধ্য। কোনো ব্যক্তি বা সরকারের যদি মিথ্য তথ্যের বিরুদ্ধে রিপোর্ট করা তবে তা ৩৬ ঘণ্টার মধ্যে মুছে ফেলা উচিত। আইন অমান্য করার জন্য ওই প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।