২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ ডেকেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে ফের উত্তাপ হয়ে উঠেছে রাজনীতির ময়দান। সেই উত্তাপের যেনো সিংহভাগই ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে। সমাবেশ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা, উত্তেজনার পারদের উত্তাপ অনেক ক্ষেত্রে ‘গুজব’ হয়ে ফিরছে। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ছড়াচ্ছে পাল্টাপাল্টি মিম। এর মধ্যে যুক্ত হয়েছে প্রেসবিজ্ঞপ্তি ‘গুজব’।
এরমধ্যে সবচেয়ে আলোচনায়- ‘আওয়ামী লীগের সমাবেশ স্থগিত করা হয়েছে’। , এমন গুজবের জবাব দিয়েছে দলটি। শুক্রবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকাল অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে। স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক অপশক্তি বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের উত্তরসূরি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক গণতন্ত্রবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
দলটির পক্ষ থেকে এই গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি শান্তি ও উন্নয়ন সমাবেশে দলে দলে যোগদানের জন্য অনুরোধ করা হয়।
এদিকে নেটিজেনদের আতঙ্ক বাড়ার সাথে সাথে গুজবের কারণে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশঙ্কা বাড়ছে।
‘রিউমার স্ক্যানার বাংলাদেশ’ এর পর্যবেক্ষণ বলছে, গত আট মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে সর্বোচ্চ ৪৩টি গুজব ছড়িয়েছে।