এবার ব্যবহারকারীদের তথ্য পাচার হয়ে যাওয়ার কথা নিজেই স্বীকার করেছে মাইক্রো-ব্লগ ভিত্তিক সোশ্যাল মিডিয়া টুইটার ৷ টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোকে দেয়ার ঘটনা ঘটেছে৷ তবে এটি ইচ্ছাকৃত নয় বলে দাবি করা হয়েছে৷
এ ঘটনায় কোন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিয়টিও তদন্ত করছে বলে জানিয়েছে তারা৷
এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীরা তাদের তথ্য ব্যবহারের অনুমতি না দিলেও গত বছরের মে মাস থেকে ব্যবহারকারীদের তথ্য বিজ্ঞপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে শেয়ার হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে৷ তবে এটি ঘটেছে মূলত সামাজিক যোগযোগমাধ্যমটির ব্যবহারকারীদের প্রাফাইল সেটিংসের ত্রুটির কারণে৷
বিবৃতিতে টুইটার জানায়, এ সময়ের মধ্যে টুইটার ব্যবহারকারীদের বিশেষ ধরনের তথ্য যেমন কান্ট্রি কোড বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো পেয়েছে৷
কর্তৃপক্ষ জানায় চলতি মাসের পাঁচ তারিখে বিষয়টি তাদের নজরে আসলে তদন্ত করতে শুরু করে তারা৷
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য পাচারের বিষয়টি নতুন নয়৷ তার আগে ফেসবুকের বিরুদ্ধে এ অভিযোগ উঠে৷ বলা হয় যে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের তথ্য বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে আদান প্রদানের ঘটনা ঘটিয়েছে ফেসবুক৷ উল্লেখ্য, সারা বিশ্বে প্রায় ৩৩ কোটি টুইটার ব্যবহারকারী রয়েছে৷