বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করেছে বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল। এই সিদ্ধান্তে চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো। সূত্র বলছে, এই সিদ্ধান্ত বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যা হবে। বিশেষ করে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।
এক ঘোষণায় ফেসবুকের সংস্থাটি মঙ্গলবার (২৫ এপ্রিল) জানিয়েছে, বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
গ্রাহকদেরকে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুল বিজ্ঞাপন কার্যক্রম সীমিত করার পেছনে মার্কিন ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতার কথা উল্লেখ করেছে। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো।

তবে এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল বলেছেন, উদ্ভূত পরিস্থিতির ওপর তাদের কোনো হাত নেই। সমস্যার দ্রুত সমাধান করতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসিসের সদস্যদের জন্য কো-ব্র্যান্ডের ক্রেডিট কার্ড রয়েছে। সেই কার্ডের মাধ্যমে সাধারণত হোস্টিং, সফটওয়্যার লাইসেন্সের বিল পরিশোধ করা যায়। তবে কোথাও বলা নেই এই কার্ডের মাধ্যমে ফেসবুক বা অন্যান্য মাধ্যমের বিল পরিশোধ করা যাবে না। বেসিস সদস্যরা সেই কার্ড ব্যবহার করেও এই সময়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) -এর সদস্যদের জন্য রয়েছে ইসলামী ব্যাংকের কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড। এই কার্ড ব্যবহার করে ই-ক্যাব সদস্যরা ফেসবুকে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের কোনও সমস্যা হবে না বলে দাবি করেছেন এই খাতের নেতারা। তবে এই সিদ্ধান্তের কারণে ফ্রিল্যান্সারদের মাধ্যমে বিভিন্ন উপায়ে ফেসবুক বা অন্যান্য মাধ্যমের বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করার প্রবণতা বাড়বে।