করোনা মানুষকে ঘরবন্দী করেছে। মানুষের স্বাভাবিক চলাচলে সৃষ্টি করেছে বাধা। আর কয়েকদিন পরই একমাস সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে পালিত হবে ঈদ-উল ফিতর। মুসলিম মিল্লাতের এই উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য নানা ছাড় ও উপহার দিচ্ছে। কিন্ত করোনার প্রভাবে দেশের ঈদের খুশি এবার ম্লান। চলছে লকডাউন; লকডাউন কিছুটা শিথিল করা হলেও এখনো নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে ৷ এর ফলে ঈদের আনন্দ এখন হয়ে পড়েছে ইন্টারনেট নির্ভর। এমন পরিস্থিতিতের ঘরে বসেই দূরের প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দিতে ভয়েস এবং ইন্টারনেটে নানা অফার দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো। এদের প্রত্যেকেরই রয়েছে ঈদ উপলক্ষে বিভিন্ন মেয়াদী ডেটা অফার।
গ্রামীণফোন
গ্রামীণফোন যেখানে থাকুন স্লোগানে ৩ দিনে ৫৬ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট ও ৩০ মিনিট বান্ডেল অফার দিয়েছে। পাশাপাশি ১ জিবি ইন্টারনেট ৭৭ টাকায় ৭ দিন কেনার সুযোগ দিচ্ছি প্রতিষ্ঠানটি।
রবি
অপরদিকে ২৮৮ টাকায় ৩০ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট এবং ৪৭০ মিনিট ব্যবহারের সুবিধা ঘোষণা করেছে রবি। রবির অধিভূক্ত এয়ারটেল সংযোগে ৪৪ টাকায় ৩ দিন মেয়াদে ১.৫ জিবি ইন্টারনেট দিচ্ছে।
বাংলালিংক
এছাড়াও বাংলালিংক ঈদকে ঘিরে ৩ টাকায় ৩ দিনের জন্য ৩০ এসএমএস সুবিধা দিচ্ছে। একইসঙ্গে ৬৪ টাকায় ৪ দিনের জন্য দেয়া হয়েছে ৪.৫ জিবি ইন্টারনেট।
টেলিটক
আর ৩ দিন মেয়াদে ২৯ টাকায় ১.৫ জিবি ইন্টারনেট সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটক। সাথে ৩২ টাকায় ৫৩ মিনিট ৫ দিন মেয়াদে।
এছাড়াও অপারেটরগুলো তাদের অনলাইন শপের নিজস্ব প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য প্রযুক্তি পণ্যে নানা অফার দিচ্ছে।
গ্রামীণফোন তাদের স্টার গ্রাহকদের জন্য ইলেকট্রনিক ব্রান্ডে অনলাইন কেনাকাটায় এক্সক্লুসিভ ১২% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে।
দারাজ ঈদ শপিং ফেস্ট উপলক্ষে বাংলালিংক নম্বরে রিচার্জ করলেই পাচ্ছেন ১০ শতাংশ ছাড়।
‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইন চালু করেছে দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা নির্ধারিত ডিজিটাল গ্যাজেট-স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ট্রিমার, শেভার, হেডফোন, হেডসেট, ইয়ারফোন ইত্যাদিতে ৬৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারছেন।