ইনস্টাগ্রাম নির্মাতাদের অর্থ আয়ের সুযোগ করে দেবে এমন নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
নতুন ফিচারের মধ্যে একটি হবে মার্কেটপ্লেসের মতো। এর মধ্য দিয়ে ব্র্যান্ডগুলো কনটেন্ট নির্মাতাদের সঙ্গে জোট বাঁধতে পারবেন। ইনস্টাগ্রামে আগে থেকে স্পনসরড কনটেন্ট থাকলেও নতুন মার্কেটপ্লেস ফিচারটির মাধ্যমে ব্র্যান্ডগুলোকে উদয়ীমান নির্মাতাদের খুঁজে পেতে সাহায্য করা হবে, – সেরকমটাই জানিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি।
সিএনবিসি এক প্রতিবেদনে বলছে, ‘ক্রিয়েটর শপ’ নামেও নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। ওই ফিচারের সাহায্যে সরাসরি নিজ প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন নির্মাতারা। ব্যাপারটি সাধারণ নির্মাতাদের জন্য নতুন হলেও তারকাদের জন্য পুরোনো। মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের ইনস্টাগ্রাম প্রোফাইলে আগে থেকেই এরকম একটি অপশন রয়েছে।
“এ বিষয়টি গত বছর বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লকডাউনে অনেক বাহ্যিক বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে গেছে, কিন্তু অনলাইন খোলা রয়েছে।” – বলেছেন জাকারবার্গ।
বাড়তি হিসেবে ‘অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস’ আনার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। এতে করে নিজ কনটেন্টে পণ্যের সুপারিশ করে অর্থ পাওয়ার সুযোগ তৈরি হবে নির্মাতাদের জন্য। কবে নাগাদ ফিচার এসে ইনস্টাগ্রামে পৌঁছাতে পারে, সে ব্যাপারে কিছু জানাননি ফেইবুক নির্বাহীরা।