করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়ালি আবেদনের শুনানি নিয়ে গত ১১ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে মোট ২০ হাজার ৩৯ জন কারাবন্দি আসামি জামিন পেয়েছেন।
বুধবার (২৮ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এতে গত ১১ কার্যদিবসে নিম্ন আদালতে ২০ হাজার ৩৯ জন কারাবন্দি জামিন পেয়েছেন।
তিনি আরও বলেন, এর মধ্যে মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়ালি শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ২ হাজার ৭২৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৩৯৫ জন হাজতি জামিন পান।