বিশ্বের বিভিন্ন দেশ চতুর্থ শিল্প বিপ্লবের ভেতর দিয়ে যাবে তখন আইওটি, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগডেটার ব্যবহার যেমন গুরুত্ব পাবে তেমনি সাইবার সিকিউরিটিও গুরত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যাদের প্রযুক্তি নির্ভর জনবল তাদের সাইবার সিকিউরিটিতে বেশি গুরুত্ব দিতে হবে।
সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব এবং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মাসুদুর রহমান।
মাসুদুর রহমান আরও জানান, দেশের সব স্থানে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশকে আরও উন্নত স্থানে নিয়ে যাবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে । আমরা খুব শিগগিরই চতুর্থ শিল্প বিপ্লবে বাংলােদেশের অবস্থানকে আরো উন্নত আর সমৃদ্ধশালী দেখতে পাবো।’
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিয়মিত জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় ভার্চুয়ালি ৩ জন শিক্ষার্থী চতুর্থ শিল্প বিপ্লব এবং বাংলাদেশ বিষয়ে নানা মতামত তুলে ধরেন। তারা হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সৈয়দ মেহেদী হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহামিদ ইসহাদ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রথম বর্ষের শিক্ষার্থী আলিফ সানজানা।
অনুষ্ঠানের সেরা বক্তা হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহামিদ ইসহাদ।