পরিবার, সমাজ, রাষ্ট্র, কর্মক্ষেত্র এবং সংগঠন সকল ক্ষেত্রে লিডারশীপের প্রয়োজনীয় আছে। একজন ভালো লিডার ভবিষ্যৎ গঠনে কাজ করতে পারেন। এমটাই আশাবাদ ব্যক্ত করেন প্রযুক্তিসেক্টরে নেতৃত্বে থাকা নেতারা।
আজ রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘লিডারশিপ স্ট্রাটেজিস ফর বিসনেস এক্সেলেন্স’ অনলাইন ট্রেনিংয়ে এমনটা জানান তারা ।
একজন লিডারের কি কি গুণ থাকা প্রয়োজন, কিভাবে লিড দিতে হয়, কর্মীদের সাথে তার ব্যবহার কেমন করা উচিত এ সকল বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রায় ৩০০ সদস্য এ ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। ট্রেনিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইন্ড ম্যাপার বাংলাদেশ-এ ব্যবস্থাপনা পরিচালক ও লিড কনসালটেন্ট এজাজুর রহমান।
কর্মক্ষেত্রে একজন লিডারের অটোমেশন ব্যবহার করার প্রয়োজনীয়তা জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান সবুর খান বলেন প্রতিষ্ঠানে বস না হয়ে লিডার হওয়ার চেষ্ঠা করার উচিত। টিমে অটোমেশন ব্যবহার বাড়ানো উচিত।
এই ধরনের লিডারশীপ অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন এ ধরনের সেশন বিসিএস সদস্যদের জীবনে অনেক কাজে লাগবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর অনুষ্ঠানে একজন ভালো লিডারের কি কি গুণ থাকা দরকার বিস্তারিত তুলে ধরেন।
পরিবার থেকেই প্রত্যেকটা মানুষের লিডারশীপের গুণ থাকার দরকার বলে মনে করেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম।
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যুগ্ম সম্পাদক মুজাহিদ আল বেরুনি সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে দেন বাক্যের মহাসচিব তৌহিদ হোসেন, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।