করােনা ভাইসরাসের বিস্তার রােধে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং আওতাধীন দফতর বা সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে ঘরে বসে অনলাইনে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
৫ এপ্রিল আইসিটি বিভাগের উপসচিব রাজা মুহাম্মদ আব্দুল হাই সইকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগ এবং আওতাধীন দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে:
ক) তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগ এবং আওতাধীন দপ্তর/সংস্থা/প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ অনলাইনে অফিসের সকল কার্যক্রম সম্পাদন করবেন;
খ) জরুরি কার্য সম্পাদনের প্রয়ােজনে কোন কর্মকর্তা/কর্মচারীকে অফিসে আসার প্রয়ােজন হলে সংশ্লিষ্ট অফিসের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় উক্ত কর্মকর্তা/কর্মচারীকে আনা-নেওয়া করতে হবে;
বিজ্ঞপ্তিতে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের জন্য বলা হয়েছে।