চলতি মাসের শেষের দিকে চীনে উন্মোচিত হতে রেডমি কে৩০ প্রো স্মার্টফোন। চীনের এক মাইক্রোব্লগিং সাইটে এই তথ্য প্রকাশ করেছেন রেডমির প্রধান লু ওয়াইবিং। চলুন জেনে নিই কেমন হবে নতুন স্মার্টফোনটি।
বিভিন্ন মাধ্যমে জানা গেছে, হুয়াওয়ে পি৪০ সিরিজ এবং অনার ৩০ সিরিজ উন্মোচনের মাঝেই বাজারে আসবে রেডমি কে৩০ প্রো। এতে থাকবে ফাইভজি কানেক্টিভিটি সুবিধা।
স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহৃত ফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র্যাম। পিছনে চার ক্যামেরার ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৬ সেন্সর।
এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির মিইউ স্কিন চলবে। থাকতে পারে পাঞ্চ হোল ডিসপ্লে। ভিতরে থাকছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
আগামী কয়েকদিনের মধ্যে ফোনটির আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
ডিবিটেক/বিএমটি