দেশের ই-কমার্স খাতের প্রচার ও প্রসারে প্রতিবছর ৭ এপ্রিল ‘ই-কমার্স দিবস’ উদ্যাপন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সপ্তাহজুড়ে উদ্যাপিত হয় ‘ই-কমার্স সপ্তাহ’।
তবে করোনা মহামারির কারণে দিবসটিকে এবার ঘটা করে পালন করছে না সংগঠনটি। ই-ক্যাব সূত্রে জানাগেছে, দুর্যোগেও গ্রাহকের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় বাস্তবায়নের শপথে এ বারের উৎসবটি ভিন্ন মাত্রায় করছে। সদস্যদের নিয়ে উৎসবটি উদযাপন করা হবে অনলাইনে। হাতে নেয়া হয়েছে কিছু এজেন্ডাও।
দিবসের প্রথম প্রহরেই ই-ক্যাব তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গত বছরের কেককাটার ছবি দিয়ে দিবস উদযাপন শুরু করেছে।
এ বিষয়ে ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল ডিজিবাংলাকে জানান, মানব সেবায় ই-কমার্সের ডাক প্রত্যয়ে এবারের দিবসে মানবসেবা.কম নামে একটি ওয়েবসাইট প্রকাশ করা হচ্ছে। এছাড়াও বেলা ১টায় অনুষ্ঠিত হবে একটি অনলাইনে আলোচনাসভা। সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি উপস্থিত থাকবেন।
ওয়েব সাইট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর মাধ্যমে যে কেউ চলমান করোনা আক্রান্ত ও স্বেচ্ছা গৃহবন্দিদের সেবায় এগিয়ে আসতে পারবেন।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ঘটা করে এই দিবসটি পালন করে ই-ক্যাব।