অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রস্তবনা নিয়ে আলোচনা এবং বিসিএস সদসদের লুট হওয়া যাওয়া মালামাল না কেনার আহ্বান জানানো দুই দিন বাদে পদত্যাগ করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্য নির্বাহী কমিটির সাত সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং অরাজনৈতিক ও বাণিজ্যিক সংগঠন হিসেনবে সমিতিকে রাজনীমুক্ত রাখার সংস্কারের দাবিতে শ্রদ্ধা জানিয়ে নিজে থেকেই পদত্যাগ পত্র জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতারা। বিসিএস এর ইতিহাসে এ ধরনের পদত্যাগ এটাই প্রথম।
সূত্রমতে, অনলাইন জুম মিটিংয়ে প্রাথমিক ভাবে বাংলাদেশ কম্পিউটার সমিতি সচিবালয়ের জেনারেল ম্যানেজার তোজাম্মেল সিকদার কিরণ এই বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় পদত্যাগের কথা জানানো হলেও তাকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ স্থানীয় ইসি সদস্য জানিয়েছেন, পদত্যাগপত্রগুলো বুধবার ডিটিওতে জমা দেয়া হবে। পদত্যাগপত্র লেখা কমপ্লিট। তারা ডিটিও-কে পদত্যাগ পত্র জমা দেয়ার পর তারাই সিদ্ধান্ত বিসিএস আগামী দিনে কীভাবে পরিচালিত হবে। এ বিষয়ে সাবেক সভাপতি শাহীদ উল মুনীর ও এস এম ওয়াহিদুজ্জামনকে ডিটিও থেকে নির্দেশনা নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত ছিলেন।
জানাগেছে, সদস্যদের আপত্তির মুখে মঙ্গলবার দুই দফা বৈঠক করে বিসিএস কার্যনির্বহাী কমিটি। প্রথমে সকালে ১১ শাখা কমিটির সঙ্গে বৈঠক করে পদত্যাগের বিষয়ে আলোচনা করা হয়। সেখানে সাধারণ সদস্যদের সাথে বর্তমান কার্যকরী পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় হয়। তবে তাদের পক্ষ থেকে সাড়া না পেয়ে দুপুর সোয়া ২টায় অনলাইন বৈঠকে একপর্যায়ে নির্বাচিত বর্তমান কার্যকরী পরিষদের সকল ইসির পক্ষ থেকে সভাপতি সুব্রত সরকার পদত্যাগের ঘোষণা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় কমিটির সবাই পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। ফলে তার পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতির বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যরা ছিলেন সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, সহসভাপতি রাশেদ আলী ভূঁইয়া, যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ পদত্যাগ করেন।
এর আগে ১৭ আগষ্ট শনিবার বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় এই দুইটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তথ্যপ্রযুক্তি ব্যবসার স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিসিএস এর প্রস্তাবনা এবং ব্যবসাকে গতিশীল করার প্রসঙ্গে বিসিএস কার্যনির্বাহী কমিটি, শাখা কমিটিসমূহ ও সকল স্ট্যান্ডিং কমিটির সাথে অনলাইনে পৃথক দুইটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বিসিএস যুগ্ম মহাসচিব এস. এম ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় সভায় বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হাসান এবং এইচ.এম শাহ্ নেওয়াজসহ শাখা কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।