বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, আজ এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘কিভাবে ই-কমার্স ব্যবসা শুরু করতে হয়’ শীর্ষক প্রশিক্ষণশালার ২০ প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দিয়েছেন।
আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার, প্রশিক্ষক ও গ্রাফিক পিপলের প্রকল্প ব্যবস্থাপক এএসএম শামজিদুল ইসলাম প্রমুখ।
Все казино + на мобильное устройство (смартфон) + бонусы + только официальные онлайн казино топ pbcenbjwyb