ক্রয় নীতিমালায় অগ্রাধিকার পাবে দেশী সফটওয়্যার ও আইটি সেবা। আর এ লক্ষ্যেই সংশোধন করা হয়েছে পিপিআর টেমপ্লেট। সংশোধিত পিপিআর টেমপ্লেট অনুসরণ করেই দরপত্র আহবানের নতুন নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে বেসিস। বেসিসের এই সুপারিশ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সভা কক্ষে সোমবার অনুষ্ঠিত সভায় এই নির্দেশনা দেয়া হয়। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে বেসিস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ এবং বেসিস সচিব হাশিম আহম্মদ।
এছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ ) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মাননান বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারি ক্রয়-নীতিমালায় দেশের সফটওয়্যার ও আইটি সেবা ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় কোম্পানিসমূহকে অগ্রাধিকার দেওয়া, এ খাতে দরপত্র আহ্বানে নতুন সংশোধিত পিপিআর টেমপ্লেট অনুসরণ করার বেসিসের সুপারিশসমূহ বাস্তবায়নের বিষয়ে বিশদ আলোচনা করেন বেসিস প্রতিনিধিদল।