রাজধানীর কুড়িলের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বসেছে ৩৬ ঘণ্টার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় প্রতি বছরই বেশ জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয় এই হ্যাকাথনটি। বিগত ১০ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
বাংলাদেশের ৯টি শহর থেকে ৩ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে ১১তম এই আসরে। সর্বমোট ৫০০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে বাছাইকৃত শীর্ষ ৫০টি নিয়ে এআইইউবি-তে এবং বাকি ৪৫০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি যেন এই অনুষ্ঠানে যোগ না দেন সে জন্য লবিং করছে বেসিস সদস্যদের একটি অংশ। কার্য নির্বাহী কমিটিতের সংস্কারের দাবি তুলে অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টার উদ্বেগের কথা জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন ইনফোবান রিয়েলম আইটি সলিউশন ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা।
বিবৃতিতে ‘বেসিসের বর্তমান কার্যনির্বাহী কমিটির আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি যেন অংশ না নেন’ সেই আহ্বান জানিয়ে সই করেছেন বিডিটাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামছ মোহাম্মদ তারেক, বাংলা পাজেল লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম, ইনফোবান রিয়েলম আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা, গ্লোবাল টেকনোলজি এডভান্সমেন্টের সিইও সৈয়দ সাইফুল ইসলাম, ই-বিজনেস সফট সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল শাহাদাত, স্কাইস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিম ভূইয়া, নিউরোসফট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, গ্লসি আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিমসন মল্লিক, ম্যাটেওরস ডট কমের সিইও মোস্তাইন বিল্লাহ, দেওয়ান আইসিটির সিইও মো. জুলহাস মিয়া, ওএস ক্লিকসের সিইও রূপম রাজ্জাক, ড্রিমটেক বিডির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন নিজামী প্রমুখ।
তাদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে, “পতিত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট হওয়া সত্বেও বেসিসের বর্তমান কার্যনির্বাহী কমিটি আয়োজিত সভায় শিক্ষা উপদেষ্টার অংশ নেয়ার বিষয়টি উদ্বেগজনক। একে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন বেসিসের অনেক সদস্য।”
তবে আন্তর্জাতিক এমন আয়োজনে সবাইকে একসঙ্গে মিলে এগিয়ে যাওয়া দরকার বলে মত দিয়েছেন বেসিস’র অনেক সদস্যই। তারা মনে করেন, সংস্কার আর তরুণদের এমন আয়োজন যেন একাকার না হয়। বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শনের আয়োজন যেন বাধাগ্রস্ত না হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক’। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’ এবং ২০২২ সালে “টিম ডায়মন্ডস” – “সবচেয়ে অনুপ্রেরণামূলক” বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ‘টিম ভয়েজার্স।