কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘শাওনের বয়ানে হুমায়ূন’।
বইটিতে রয়েছে হুমায়ূন আহমেদের সহধর্মিনী অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে প্রিয় লেখক সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরেছেন তিনি। যুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট কিছু স্থিরচিত্র, হুমায়ূনের লেখা চিঠি, চিরকুট প্রভৃতি।
এই ই-বইটি প্রকাশ করেছে ‘বইঘর’। এর লেখক শোয়েব সর্বনাম।
বইটি নিয়ে অভিভূত শাওন মনে করেন, প্রিন্টেট ভার্সনের পর এবার ইবুক আকারে প্রকাশ হওয়ায় দেশ-বিদেশের পাঠকেরা যখন তখন, চলতে ফিরতে, এমনকি জ্যামে বসেও বইটির ইবুক ভার্সন পড়তে পারবেন।