চাঁদের কক্ষে এবার তৈরি হবে বাড়ি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই বাড়ি তৈরি করবে মার্কিন প্রতিরক্ষা সামগ্রী নির্মাণকারী সংস্থা নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন। এ জন্য নানা সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নাসার বাজি জিতে নিয়ে নাসার সঙ্গে ৯৩৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছে সংস্থাটি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদের কক্ষপথে ‘ঘর’ বানানো তো কম চ্যালেঞ্জের নয়। তাই নাসার ‘আর্টেমিস প্রজেক্ট’ অর্থাৎ বেসরকারি সংস্থার হাত ধরে মহাকাশযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের যে প্রকল্প, তাতে অংশ নিয়েছিল বেশ কয়েকটি নামী সংস্থা। কিন্তু সবার মধ্যে থেকে এবার বাজিমাত করেছে নর্থরপ গ্রুম্যান।
বলা হচ্ছে, মহাকাশচারীরা চাঁদে পাড়া দেওয়ার পথে এসব বাড়িতে বিশ্রাম নেবেন, সঙ্গে প্রয়োজনীয় পড়াশোনা কিংবা গবেষণার কাজও সেরে নিতে পারবেন এখান থেকে।
কিন্তু কবে শুরু হবে এই নির্মাণকাজ, তা এখনও জানা যায়নি।
এর আগে অবশ্য চীন ঘোষণা করেছিল, তারা চাঁদের দক্ষিণ মেরুতে বাসস্থান তৈরি করবে। ওই ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে তাদের এই কাজ শুরু হওয়ার কথা। তারই মাঝে নাসার এই ঘোষণা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদের কক্ষপথে ‘ঘর’ বানানো তো কম চ্যালেঞ্জের নয়। এই চ্যালেঞ্জে ‘আর্টেমিস প্রজেক্ট’ বাজিমাত করেছে নর্থরপ গ্রুম্যান। এফ-২০’র মতো যুদ্ধবিমানের নির্মাতা এই মার্কিন বহুজাতিক সংস্থা।