সেরা পারফরমেন্সের ভিত্তিতে ১৮৫ জন চ্যানেল পার্টনারের মধ্যে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দিয়েছে। স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড। এছাড়াও, প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।
এবারের মহারাজ দরবারের সেরা ১০ জন মহারাজ হলেন যথাক্রমে– মাহাবুবুর রহমান (মেসার্স মাহাবুব ব্রাদার্স, হ্নীলা, টেকনাফ, চট্টগ্রাম); মোঃ সিরাজুর রহমান (মেসার্স আল আমিন ট্রেডার্স, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম); মোঃ জাকির হোসেন (রহমান প্রপার্টিজ এন্ড ট্রেডিং কর্পোরেশন, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা); মোঃ জাকারুল হক (মেসার্স হক ট্রেডার্স, আশুলিয়া, সাভার, ঢাকা); মোঃ আশরাফ আলী (মেসার্স কে. এ স্টীল হাউজ, ভাটারা, ঢাকা); রাকিব আহমেদ চৌধুরী (এ. বি. স্টিল হাউস, ইউনিট ২, রাজাখালী, চট্টগ্রাম); সম্ভু দাস (সৌরভ এন্টারপ্রাইজ, কেরানীগঞ্জ, ঢাকা); মোঃ কামাল হোসেন (মেসার্স আল-হাবিব স্টীল কর্পোরেশন, তুরাগ, উত্তরা, ঢাকা); মোঃ আজিজুল হক ফয়সাল (মেসার্স ফয়সাল এন্ড ব্রাদার্স, ঈসাখাঁন নেভী গেইট, সিমেন্ট ক্রসিং, চট্টগ্রাম); এবং মোঃ মিজানুর রহমান মিলন (ঢাকা ট্রেড লিংক, সাভার, ঢাকা)।
পরবর্তী সেরা ১০ জন মহাবীর হলেন যথাক্রমে– মোঃ রাসেদুল ইসলাম (মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ, বড়গোলা, বগুড়া); মোঃ মুজতাবা হাশেমী (মেসার্স আল-মানার স্টীল, কাদেরগঞ্জ, রাজশাহী); ধর্মেন্দ্র ঘোষ ডলার (ইমপেরিয়াল স্যানিটারি হাউজ, সেনপাড়া রোড, রংপুর); মোঃ শফিক উল্লাহ (এফ এস এন্টারপ্রাইজ, ৫৫, বড় বাজার, ময়মনসিংহ); মোঃ আমিনুর রহমান ইমরোজ (মেসার্স ইউনাইটেড ট্রেডার্স, মোহাম্মদপুর, ঢাকা); হাজী আব্দুল ছাত্তার ভূঁইয়া (মেসার্স সততা এন্টারপ্রাইজ, ঢাকা বাস স্ট্যান্ড, ভেলানগর, নরসিংদী); আবুল হোসেন মোল্লা ও আব্দুর রউফ মোল্লা (মেসার্স সালমা ট্রেডার্স, দোহার, ঢাকা); হাজী মোঃ রফিকুল আলম (মেসার্স রফিক এন্ড ব্রাদার্স, সি ও কলোনি, সদর, জয়পুরহাট); আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন (মেসার্স মোশারফ হোসাইন, স্ট্র্যান্ড রোড, চাঁদপুর); এবং মোহাম্মদ রাসেল উদ্দীন (মেসার্স সাকলাইন এন্টারপ্রাইজ, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম)।
এছাড়াও চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ-৫ সম্মাননা এবং তাদের মায়েদের “কৃতি মা” সম্মাননা প্রদান করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সম্প্রতি দুই দিন ব্যাপী ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে চ্যানেল পার্টনার ও তাদের পরিবারের অংশগ্রহণে বিভিন্ন গেইম-শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পুরস্কৃত করা হয়েছে গেইমের বিজয়ী ও অংশগ্রহণকারীদের।