তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে ভোলার দেউলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার, দেউলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান বলেন তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, তরুণদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ নির্মিত হবে। এবং সেই বাংলাদেশ হবে একটি উন্নত এবং সমৃদ্ধশালী দেশ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেউলা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগন, ছাত্র সমন্বয়ক, তরুণ ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান।