রাজধানীর বনানীতে অবস্থিত স্টার কাবাব এর পঁচা খাবারের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর কাবাব বানানো দশা করেছে সেখানকার কর্মীরা। রবিবার দুপুরে সেখানে খেতে গিয়ে অনলাইন নিউজ পোর্টাল পলিটিক্স নিউজ২৪ প্রকাশক ও নির্বাহী সম্পাদকঃ সালেহ মোহাম্মদ রশীদ অলক ওয়েটারদের সংঘবদ্ধ আক্রমণে রক্তাক্ত হয়েছেন। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত গ্রাহক কুর্মিটোলা হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
এর আগে অলক জানান,পঁচা মাংসের কাবাব দেয়ার অভিযোগ করলে প্রথমে তারা বিষয়টি স্বীকার করে না। পরে প্রতিবাদ করলে ওদের সব স্টাফ মিলে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। আমি এর বিচার চাই। সন্ধায় বনানী থানায় মামলা করতে যাবো।
স্টার কাবাবে পঁচা খাবার পরিবেশনের অভিযোগ করায় একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদে স্টার কাবাব বয়কটেরও ডাক দিয়েছে কেউ কেউ। অভিযোগ করা হয়েছে ভোক্তা অধিদফতরেও।
গ্রাহকের রক্তাক্ত একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে তাকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবার গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যাবেজার বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়। এ কথা শুনে গ্রাহক প্রতিবাদ করলে আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ম্যানেজার কলিংবেল টিপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা গ্রাহক অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন। এতে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন হামলায় অংশ নেন। আহত অলক কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মামলা হয়েছে।