প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। একই দিনে সংস্কারের মুখপাত্র হিসেব খাত সংশ্লিষ্টদের নিয়ে নির্দষ্ট ৪টি বিষয়ে সংলাপের আয়োজন করেছে সব খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত নাগরিক প্লাটফর্ম ভয়েস ফর রিফর্ম।
সংলাপ আয়োজনটিতে যোগ দিতে এরই মধ্যে অনলাইন নিবন্ধন শুরু করেছে সংগঠনটি। সশরীরে যুক্ত হতে না পাড়লেও সোশ্যাল মিডিয়ায় এটি লাইভ দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যাপী সংলাপের সকালেই আলোচনা হবে ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির আশু সমাধান’ নিয়ে। সংলাপে এই পথরেখাই তুলে ধরবেন চালডাল ডটকম প্রধান নির্বাহী ওয়াসীম আলীম, সিরডাপ গবেষণা পরিচালক ড. মোহাম্মাদ হেলাল উদ্দিন ও অর্থনীতিবিদি জ্যোতি রহমান।
দুপুরের সংলাপে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক ড. মির্জা হাসান এবং সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ নাজমুল হক। তারা ক্ষমতা নয় আইন ও জনগণের প্রতি পুলিশের আনুগত্য কীভাবে রূপান্তরিত করা যায় সেই পথটিই বাতলে দেবেন।
বিকেলে কোন সংস্কারে গণমাধ্যম স্বাধীন হবে তার রূপরেখা উন্মোচন করবেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন এবং সাংবাদিক ও কলামিস্ট কামাল আহমেদ।
শেষ সংলাপটি হবে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহীতা ও গণতন্ত্রায়ন নিশ্চিত করতে সংবিধানে কী কী সংস্কার দরকার সে বিষয়ে। এই সংলাপের মূল বক্তা হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং সমাজ বিশ্লেষক ডাঃ জাহেদ উর রহমান।