যারা অন্ধ এবং চোখে কম দেখেন তাদের কাছে ইন্টারনেট দুনিয়ায় বিচারণ করা কষ্টকর বটে। ইন্টারনেটে অধিকাংশ কনটেন্টই ভিজ্যুয়াল অর্থাৎ চোখে দেখা যায়। যদি ওয়েবসাইট পরিচালনাকারীরা ছবিতে অল্টার টেক্সট লেবেল ব্যবহার না করেন তাহলে সেটি স্ক্রিণ রিডার অথবা ব্রেইল ডিসপ্লের ব্যবহারকারীরা ছবিটি সম্পর্কে জানতে পারেন না।
আর এই সমস্যার সমাধানের ঘোষণা দিয়েছে গুগল। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, তারা গুগল ক্রোম ব্রাউজারে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবেন। এই প্রযুক্তি ছবিকে সনাক্ত করে সেটি টেক্সটের মাধ্যমে বর্ণনা করবে। খবর এনগ্যাজেট।
এখানে একই ধরণের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেভাবে কীওয়ার্ড দিয়ে ছবি সার্চ করা হয় কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ছবি প্রদর্শিত হয় ও তার বর্ণনা থাকে।
ফিচারটি ঐসব ব্যবহারকারী পাবেন যারা স্ক্রিন রিডার ব্যবহার করেন যা স্পোকেন ফিডব্যাক বা ব্রেইলের মাধ্যমে আউটপুট প্রদান করে। ছবির বর্ণনা স্ক্রিন রিডারে পঠিত হবে কিন্তু বর্ণনা দেখাবে না।
ফিচারটি চালু করতে ক্রোমের সেটিংসে গিয়ে অ্যাডভান্সড সেটিংস পেজে যেতে হবে। এরপর অ্যাক্সেসিবিলিটি সেকশন থেকে ‘গেট ইমেজ ডেসক্রিপশন ফ্রম গুগল’ চালু করে দিতে হবে। এছাড়া সিঙ্গেল ওয়েব পেজে ডানবাটন ক্লিক করে কনটেক্স মেনু থেকেও ঐ পেজের জন্য ফিচারটি চালু করা যাবে।
ডিবিটেক/বিএমটি