রোবট মানবী গ্রেস। সোফিয়ার পর এই সেবিকা রোবটকে বাজারে আনতে যাচ্ছে হংকংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস। আইসোলেশনে থাকা বয়স্ক রোগীদের সেবা দিতে এই রোবটমানবীকে নিয়ে আসছে কোম্পানিটি। ইতোমধ্যেই রোবটমানবীর একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
ভিডিওতে সোফিয়াই বোন সম্বোধন করে সকলের সঙ্গে গ্রেস-কে পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখাতেই বোঝা যায়, গ্রেসের চেহারায় রয়েছে এশীয়দের ছাপ। সেবিকা বলা হলেও অ্যাপ্রোন ও মাথায় টুপি ছাড়াই তাকে হাজির করা হয়েছে ভিডিওতে। নীল-সাদা স্কার্ট পরা গ্রেসের বাদামি রঙের চুল দেখা গেছে প্রায় কাঁধ পর্যন্ত নামানো। বুকে সেবিকার পরিচয় পত্র।
তবে এখানে তার চেহারা বা বেশভূষা বড় কথা নয়; গ্রেসের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে রোগীদের তাপমাত্রা মাপার পাশাপাশি প্রয়োজন বুঝে কাজ করতে পারে।
বুকে থারমাল ক্যামেরা বসানো রোবটটি ইংরেজি, মান্দারিন এবং ক্যান্টোনিজ ভাষায় কথা বলতে পারে।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের গুণে মানুষের সঙ্গে নির্দিষ্ট বিষয়ে অনায়াসে কথা বলতে পারে গ্রেস। থার্মাল ক্যামেরা ফিট করা আছে বলে রোগীর শরীরের তাপমাত্রা মেপে নিতেও কোনো অসুবিধা হয় না তার। আবার রোগীর চেহারা দেখে তার অবস্থা সম্পর্কেও বুঝতে পারে। অনুকরণ করতে পারে অঙ্গভঙ্গিও।
হ্যানসন রোবটিকস প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন জানিয়েছেন, আগামী বছরের মধ্যে হংকং, চীন, জাপান এবং কোরিয়ায় এ ধরনের রোবট উৎপাদন পুরোদমে শুরু হবে। খুব কম সংখ্যক বানানোয় আপাতত প্রতিটি রোবটের দাম পড়বে বিলাসবহুল গাড়ির সমান। তবে ভবিষ্যতে দাম কমবে।
অবশ্য এর আগেই আগস্টের যৌথ অংশীদারিত্বে সিঙ্গুলারিটি স্টুডিওতে শুরু হবে গ্রেসের বেটা সংস্করণ তৈরির কাজ। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ডেভিড লেক।