ভাসছে মৌন মেঘের দল। পূর্ব দিগন্তে সূর্যের উঁকি। মুক্ত আকাশে ডানা মেলে পাখি। দুই ধারে মাথা উঁচু করা আট্টলিকার ফাঁকে অপেক্ষাকৃত নিচু দালানের ছাদে বসে নতুন ভোর দর্শন। এমনই প্রাশন্ত সকালের ডুডল দিয়ে বুধবার (১ জানুয়ারি) নতুন বছর; ২০২০ অধিবর্ষকে স্বাগত জানালো গুগল।
সিরিজ ডুডলের মাধ্যমে ২০১৯ সালকে বিদায় এবং ২০২০ সালকে বরণ করলো সার্চ ইঞ্জিন জায়ান্ট। মধ্য রাতে একই দালানের উপর থেকে নিউইয়ার্স ইভের আলোক উৎসব উপোভোগ করে গুগল ডুডল’র ফ্রগি (ব্যাঙ)। বুধবার প্রভাতে সেখানে বসে ব্যাঙটি নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখে।
২০২০ সালের অধিবর্ষকে নিয়ে জনপ্রিয় ডুডলার সোফি ডিয়াওয়ের আঁকা এ ডুডলটিতে ব্যবহৃত হয়েছে আটটি গ্রাফিক্স। এর প্রত্যেকটিতে দেখা গেছে মোবাইল ফোনে আবহাওয়ার ফিচারে বেশ পরিচিত ব্যাঙ ‘ফ্রগি’কে।

















