নির্বাচন কমিশন সচিবালয়ের কাজে ব্যর্থতার দায়ে পারফরমেন্স সিকিউরিটির অর্থ পরিশোধ করতে গ্রামীণ ফোন লিমিটেডকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে গ্রামীনফোন লিমিটেডকে দাখিল করা পারফরমেন্স সিকিউরিটির অর্থ পরিশোধ করতে অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ফারজানা আখতার জানিয়েছেন জামানত হিসেবে রাখা অর্থ নির্বাচন কমিশনের অনুকূলে পরিশোধ করতে গ্রামীণফোনের বসুন্ধরা শাখায় থাকা সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার বরাবর এই চিঠি দেয়া হয়েছে। নিয়ন্ত্রকসংস্থা বিটিআরসি সহ চিঠিটির অনুলিপি গ্রামীণফোনের কী অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ মোস্তাক আহমেদকেও দেয়া হয়েছে।
গত ৭ জুলাই ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের ‘রিমোট এক্সেস ভিপিএন ফর ইসিএস’ কার্যসম্পাদনের জন্য গ্রামীনফোন লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী গ্রামীনফোন লিমিটেড যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হয়েছে। এজন্য গ্রামীনফোন লিমিটেডের সাথে চুক্তিটি বাতিল করা হয়েছে।
সূত্রমত, দরপত্রের নিয়ম অনুযায়ী, পারফরমেন্স সিকিউরিটি (এসইবিএস/বিএএসএইচইউ/পিজি/০৬/২০২২, তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২২) দাখিল করেছিলো গ্রামীনফোন লিমিটেড। তবে তা বাজেয়াপ্তপূর্বক ৮৪ হাজার ২৪০ টাকার সমুদয় অর্থ নির্বাচন কমিশন সচিবের অনুকূলে পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।