ডিজিটাল সংযুক্তির অন্যতম বাহন ইন্টারনেট। তবে এই ইন্টারনেট সেবাটি এখনো অন্তর্ভূক্ত হয়নি সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত খাত সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবায় (আইটিইএস) । ফলে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম হবে শহর রূপকল্প বাস্তবায়ন হয়ে পড়বে চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জ উৎরাতে সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষা করছে ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি।
মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ইফতার ও দোআ মাহিফেলে উপস্থিত সরকারের প্রতিনিধিদের কাছে এই দাবিটিই করছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক। এসময় সংগঠনটির বিপুল সংখ্যক সদস্যরা ছাড়াও সহযোগী সংগঠন বিসএস, বাক্কো, ই-ক্যাব ও বেসিস নেতা ও অংশীজনরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জরুরী কারণে ইফতারে অংশগ্রহণ না করলেও ফোনে আইএসপিএবি’ সভাপতির কাছে এ বিষয়ে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন বলে জানাগেছে। উপস্থিত বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ইন্টারনেট সেবাকে আইটিইএস সেবার অন্তর্ভূক্ত করার পক্ষেই নিজের অবস্থান ব্যক্ত করেছেন।
তিনি জানিয়েছেন,ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স এর তৃতীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে গ্রহণযোগ্য বিবেচনায় নেয়া প্রস্তাব গ্রহণ করার কথা বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাজস্ব বোর্ডের সঙ্গে শিগগিরি বৈঠক করবে।
দাবি বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, দাবি পূরণের বিষয়ে আমরা আশাবাদী। আর এবার আইটিইএসের অন্তভুর্ক্ত হলে ২০২৫ সাল পর্যন্ত যে ট্যাক্স অবমুক্তি সুবিধা মিলবে তা গ্রাম পর্যায়ে ইন্টারনেট ছড়িয়ে দিতে আমরা সহজেই বিনিয়োগ করতে পারবো। এতে সরকার ইনফো সরকারি-৩ প্রকল্পে সুফল পৌঁছে যাবে প্রান্তিক মানুষের দোর গোড়ায়। এতে গ্রাম হবে শহর রূপকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে।
সন্ধ্যায় আইএসপিএ’বির এই ইফতার অনুষ্ঠান হয়ে পড়ে আইটি ও টেলিকম খাতের মিলন মেলা। মঞ্চে ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস প্রেসিডেন্ট সুব্রত মৈত্র, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, বাক্কো সভাপতি ওয়াহিদ শরিফ, ই-ক্যাব সভাপতি শমী কায়সার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া।