শুধুমাত্র ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি প্রতিষ্ঠান ব্যান্ডউইথ বিক্রি করতে পারবে বলে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিটিআরসির তথ্যানুযায়ী, চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত লাইসেন্সধারী আইআইজি প্রতিষ্ঠানের পাশাপাশি ন্যাশনওয়াইড, জোনাল বা ডিভিশনাল পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ক্যাটাগরি এ, বি, সি বা থানা ও উপজেলা পর্যায়ের আইএসপি প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যান্ডউইথ বিক্রি করতে পারবে।
১৫ ডিসেম্বর থেকে লাইসেন্সধারী প্রত্যেক আইএসপি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে শুধুমাত্র আইআইজি প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যান্ডউইথ কিনতে হবে।
বিটিআরসি জানিয়েছে, এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ বাংলাদেশ টেলিযােগাযােগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।