বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সেবা নিয়েও গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া বিল পরিশোধ না করায় বেসরকারি টেলিভিশন স্টেশন এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ।
বিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তাদের স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে বকেয়া অর্থের অংক না জানালেও ইতোমধ্যেই এসএটিভি বকেয়া বিল পরিশোধ করার উদ্যেগে নিয়েছে এবং চ্যানেল নাইনও দ্রুত বিল পরিশোধ করবে বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের ৩২টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং চারটি সরকারি টেলিভিশন স্টেশন সম্প্রচার চালাচ্ছে। এছাড়া ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাও দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে।